Advertisement

Coronavirus।। নোভেল করোনা ভাইরাস থেকে কিভাবে বাচবেন? Truth Seeker Aman.

Coronavirus।। নোভেল করোনা ভাইরাস থেকে কিভাবে বাচবেন?  Truth Seeker Aman. Coronavirus একটি মরন ব্যাধি। এই নোভেল করোনা ভাইরাস থেকে কিভাবে বাচবেন? একে প্রতিরোধ করা যায়। তবে কয়েকটি নিয়ম মেনে চললেই হল। হাইজিন মেনটেইন করে চলতে হবে। খাবার আগে ও পরে হাত সাবান দিয়ে ধুতে হবে। ঠিক একই কাজ বাথ্রুমে যাওয়ার আগে ও পরে করতে হবে। প্রচুর পরিমান পানি পান করতে হবে। প্রতি পনেরো মিনিট পর পর পানির চুমুক নিতে হবে, বাইরে থেকে আসার পরে হাত সাবান দিয়ে ধুতে হবে। এই ভাইরাসে বেশীর ভাগ শিশু এবং বয়স্করা মারা যায়, কারন তাদের রোগ প্রতিরোধক শক্তি কম থাকে। সুতরাং রোগ প্রতিরোধক শক্তি বাড়ানোর জন্যে প্রচুর পরিমানে ভিটামিন সি যুক্ত ফল্মুল খেতে হবে।দরকার হলে মেগা ডোজ ভিটামিন সি সাপ্লিমেন্ট নেওয়া যায়। আর যেসব মোল্লারা দোয়া দরুদ পড়লে এ রোগ সেরে যায় বলে ওয়াজ করে বেড়াচ্ছেন , এরা আসলে মানূষকে বিভ্রান্ত করে জীবনের ঝুকির মধ্যে ফেলে দিচ্ছেন। এদেরকে এসব থেকে বিরত রাখতে হবে। অন্যদিকে যেসব যোগীরা গোমুত্র পান করলে করোনা ভাইরাস সেরে যায় বলে নসিহত করে বেড়াচ্ছেন, এরা আসলে মানুষকে চিকিৎসা নিতে বাধার সৃষ্টি করে তাদেরকে মৃত্যুর দিকে টেলে দিচ্ছেন। এইসব পুরোহিতদেরও এসব বয়ান দেওয়া থেকে বিরত রাখতে হবে। এরা করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।

Coronavirus,নোভেল করোনা ভাইরাস,করোনা,করোনা ভাইরাস,করোনা ভাইরাস থেকে কিভাবে বাচবেন,চীন,উহান,নোভেল করোনা,করোনা আক্রান্ত,করোনা ইরান,উহান চীন,করোনা ভাইরাসে আক্রান্ত,করোনা ভাইরাসের জন্যে দোয়া,করোনা ভাইরাস উহান শহর,মুফতি কাজী ইব্রাহিম,korona news,

Yorum Gönder

0 Yorumlar