Advertisement

Graphic Design Skill Develop Group Discussion For New Member

Graphic Design Skill Develop Group Discussion For New Member আসসালামু আলাইকুম
আপনারা কেমন আছেন সকলে। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভাল আছেন।




আমরা অনেকে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি এবং চাই কাজের পাশা পাশি প্রতিদিন প্রেকটিস করে নিজের স্কিল ডেভলাপ করার জন্য। কিন্তু প্রতিদিন নিয়ম করে কাজ করার কোন সিষ্টেম পাই না। তাদের জন্য আমাদের এই সংবাদ। আমরা একটা গ্রুপে কাজ করা শুরু করেছি সেখানে প্রতিদিন একটা করে হোম ওয়ার্ক দেওয়া হয় এবং সকলে সে কাজ করে গ্রুপে জমা দেয়। এবং কারও কোথায় কোন ভূল হলে গ্রুপের কেউ না কেউ এটা সমাধান করে দেয় এবং কেউ কাজ না বোঝলে তাকে বুঝিয়ে দেওয়া হয়। এখানে কাজ করতে হলে আপনাকে গ্রাফিক্স এর কাজ মোটামুটি জানতে হবে। যেমন মনে করুন একটা ডিজাইন দেখে সেটা কপি করার মত একটা দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন। এবং একদিন নিজেকে একজন দক্ষ ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন। এখন হয়ত অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা কত টাকা নেই? তার উত্তর আমরা কোন টাকা নেই না। এবার প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের লাভ কি? উত্তর: আমাদের কোন লাভ নেই আমরা শুধু চাই সকলে নিজেদের স্কিল ডেভলাপ করতে তার জন্য প্রয়োজন প্রচুর প্রেকটিস তার জন্য ই আমরা কোন রূপ লাভ ছাড়াই আপনাদের নিয়ে প্রতিদিন নিয়ম করে একটি কাজ প্রেকটিস করতে চাই নিজে এবং আপনারা সকলে একসাথে দক্ষ ডিজাইনার হতে চাই। এছাড়া আর কোন উদ্দেশ্য নেই আমাদের। যদি কেউ আমাদের সাথে প্রেকটিস করতে চান তাহলে অবশ্যই নিচের লিংকে গিয়ে উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দিয়ে জয়েন রিকেয়েষ্ট দিবেন তাহলে আমাদের মডারেটররা আপনাদের রিকুয়েষ্ট যাচাই বাছাই করে আপনাদের আমাদের গ্রুপে যুক্ত করে দিবে । তাছাড়া আমাদের পেইজে লাইক করে ফলো করে রাখবেন কারন আমরা একটা ব্যাচ করে প্রেকটিস করি প্রতিমাসে আমরা নতুন নতুন ব্যাচ চালু করি যদি আপনি এই মূহর্তে গ্রুপে এড হতে না পারেন তবে আমাদের পেইজে এড থাকবেন সেখানে আমরা নোটিশ দিব কবে থেকে আমরা নতুন লোক নিব তখন আপনি পেইজ থেকে আমাদের মেইন গ্রুপে আসতে পারবেন এবং প্রেকটিস করতে পারবেন। আর হ্যাঁ গ্রুপের যুক্ত হওয়ার আগে অবশ্যই নিয়ম গুলো পড়ে নিবেন যদি আপনার এই গুলো মেনে কোন অসুবিধা থাকে তবে আপনি আমাদের গ্রুপে আসতে পারবেন না। তবে পেইজে লাইক দিয়ে ফলো করে সেখান থেকে যেকোন সহযোগিতা নিতে পারবেন।
ধন্যবাদ সকলকে।


Facebook Profile :
Facebook Group :
Facebook Page :

Member

Yorum Gönder

0 Yorumlar